নন্দীগ্রামে সরকারি রাস্তা থেকে ৪৫ টি গাছ চুরি


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

 

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি.


    বগুড়ার নন্দীগ্রামে উপজেলার পল্লীতে দিনের বেলায় ৪৫ টি গাছ চুরির ঘটনা ঘটেছে।

    স্থানীয়রা জানান, গত শুক্রবার দিনের বেলায় বনদুশ্যরা উপজেলার বুড়ইল ইউনিয়নের চুন্ডিপুর সরকারি রাস্তার দু’পাশের ৪৫ টি মেহগনি, আকাশমণি ও ইউক্যালপটাশ গাছগুলো কেটে নিয়ে যায়। সংবাদ পেয়ে শনিবার দুপুরে বনবিভাগের লোকজন কয়েক পিস গাছ জব্দ করেছে। উক্ত চুরিকৃত গাছগুলোর মূল্য আনুমানিক দুই লাখ টাকা হবে। তবে বন বিভাগের সঠিক তদারকি না থাকায় কয়েক মাস ধরে একের পর এক বিভিন্ন রাস্তার গাছ চুরি বেড়েই চলেছে। এ সংবাদ শুনে উপজেলা নির্বাহী অফিসার মোসা: শরীফুন্নেসা ও সহকারী কমিশনার (ভূমি) তমাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

    এ বিষয়ে উপজেলা বনবিভাগ কর্মকর্তা আইয়ুব আলী ধুনট বার্তাকে বলেন, ৩২ পিস গাছের খন্ড জব্দ করা হয়েছে। এঘটনায় থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। এপ্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোসা: শরীফুন্নেসা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গাছ চুরির সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ