আরো লুট করতে চায়, বাজেট তারই সাক্ষ্য : খালেদা

 

নিউজ ডেস্ক.


আগামী ২০১৭-২০১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আবার প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ শনিবার দুপুরে নিজের টুইটার অ্যাকাউন্টে পরপর দুটি টুইটে এ প্রতিক্রিয়া জানান সাবেক প্রধানমন্ত্রী।

প্রথম টুইটে খালেদা জিয়া বলেন, ‘বছর বছর ধরে জাতির সম্পদ লুণ্ঠনকারী লোভী চক্র যে আরো লুট করতে চায়, এই বাজেট তারই সাক্ষ্য বহন করে।’

বিএনপির চেয়ারপারসন বলেন, ‘এই নিষ্ঠুর বাজেট সাধারণ মানুষের শেষ রক্তবিন্দু পর্যন্ত শুষে নেওয়ার শোষক শ্রেণির সর্বশেষ চেষ্টা। প্রতিরোধই মুক্তির একমাত্র পথ।’

গত ১ জুন জাতীয় সংসদে ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। চার লাখ ২৬৬ কোটি টাকার এ বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ৪ শতাংশ। এতে উন্নয়ন ব্যয় এক লাখ ৫৯ হাজার ১৩ কোটি, অনুন্নয়ন রাজস্ব ব্যয় দুই লাখ সাত হাজার ১৩৮ কোটি টাকা ধরা হয়েছে।

এর আগে বাজেট উপস্থাপনের দিনই রাজধানীর একটি অনুষ্ঠানে বাজেট নিয়ে সমালোচনা করেন খালেদা জিয়া। সেদিন তিনি বলেন, ‘এ বাজেট হলো লুটপাটের বাজেট। অর্থমন্ত্রী কিছু করতে পারেন না। এ বাজেটও তৈরি হয় হাসিনার কথামতো। কাজেই হাসিনা যা চান, বাজেট তাই।’

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ