নিজেই সরে যাচ্ছেন কুম্বলে?


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

 

নিউজ ডেস্ক.


    চ্যাম্পিয়নস ট্রফিতে এখনো কোনো ম্যাচেই মাঠে নামেনি ভারত। তবে অধিনায়ক বিরাট কোহলি ও অনিল কুম্বলের বিরোধের খবরে সব সময়ই শিরোনামে থাকছে ভারতের ক্রিকেট। বোর্ডের সঙ্গে ঝামেলায় এরই মধ্যে ভারতীয় দলের কোচ হিসেবে নিজের জায়গা অনেকটাই হারাতে বসেছেন অনিল কুম্বলে। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে খুব একটা বনিবনা হচ্ছে না সাবেক এই লেগ স্পিনারের। এরই মধ্যে কোচের সন্ধানে নেমেছে ভারতীয় বোর্ড। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বোর্ড চাইলেও এই অবস্থায় নিজের মেয়াদ বাড়াতে রাজি নন কুম্বলে। পরবর্তী কোচ হিসেবে বীরেন্দর শেবাগের নাম চিন্তাভাবনা করছে বিসিসিআই।

    ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল কর্তাব্যক্তির বরাত দিয়ে বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম বলছে, চ্যাম্পিয়নস ট্রফির পর নিজে থেকেই সরে যাচ্ছেন কুম্বলে। ভারতীয় দলের কোচ হিসেবে কাজ করার ইচ্ছে নাকি হারিয়ে ফেলেছেন তিনি। সংবাদমাধ্যগুলো দাবি করছে, কুম্বলের স্থলাভিষিক্ত হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি আসছে বীরেন্দর শেবাগের নাম।

    শোনা যাচ্ছে, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষক কমিটির পক্ষ থেকে নাকি কুম্বলে ও কোহলিকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তবে তাতে নাকি মন গলেনি টেস্টে দেশটির সর্বোচ্চ উইকেটের মালিকের। এরই মধ্যে নিজের সিদ্ধান্ত কর্তাব্যক্তিদের জানিয়ে দিয়েছেন কুম্বলে।

    কুম্বলের চলে যাওয়াটা যেহেতু নিশ্চিত, সেই কারণে নতুন কোচ খুঁজছেন বোর্ডের কর্তাব্যক্তিরা। কোচ হওয়ার দৌড়ে রাহুল দ্রাবিড়, সন্দীপ পাতিল, রিচার্ড পাইবাসসহ আরো বেশ কয়েকজনই রয়েছেন। তবে সবাইকে ছাড়িয়ে যেতে পারেন দেশটির হয়ে টেস্টে দুটি ট্রিপল সেঞ্চুরির মালিক বীরেন্দর শেবাগ। এমনটি হলে চ্যাম্পিয়নস ট্রফির পরই শেবাগ কোহলি-রোহিতদের দায়িত্ব নিতে পারেন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ