Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
আমিনুল ইসলাম শ্রাবণ.
বগুড়ার ধুনট উপজেলায় ভাতিজার মারধরে সেকেন্দার আলী (৮০) নামের এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলার চিকাশী গ্রামের দক্ষিণপাড়ার কালিবাড়ী মাঠে জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে হামলা ও মারপিটে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ওই গ্রামের মহির উদ্দিন সরকারের ছেলে।
ওই ঘটনায় নিহতের ছেলে সোনাউল্লাহ (৫০) ও আব্দুল লতিফ (৪০) আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার বাড়ীর অদূরে জমিতে ধানের চারা রোপনের জন্য সেচ এবং অন্যান্য কাজ করছিল সোনাউল্লা ও আব্দুল লতিফ। চাচাতো ভাই একই গ্রামের বেরাজ উদ্দিন সরকারের ছেলে আফাজ উদ্দিন অর্থের বিনিময়ে জমিতে পানি সরবরাহ করে থাকেন। তার শ্যালোমেশিন থেকে পানি ক্রয় না করায় আফাজ উদ্দিন ক্ষিপ্ত হয়ে যায়। এক পর্যায়ে তার বড় ভাই বায়েজ উদ্দিনকে সঙ্গে নিয়ে এসে সোনাউল্লাহ ও আব্দুল লতিফের জমিতে পানি সেচকাজে বাঁধা দেন। এছাড়া পূর্বের পানি সরবরাহের বকেয়া ১ হাজার টাকা দাবী করে বাক বিতন্ডা শুরু করে। খবর পেয়ে আফাজ ও বায়েজ উদ্দিনের পরিবারের সদস্যরাও এগিয়ে আসেন। এক পর্যায়ে তারা সোনাউল্লা ও আব্দুল লতিফকে মারধর করতে থাকে। এদিকে ভাতিজাদের হাত থেকে দুই ছেলেকে বাঁচাতে এগিয়ে আসেন কৃষক সেকেন্দার আলী। এসময় তাকেও মারধর করেন আফাজ উদ্দিন ও বায়েজ উদ্দিন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বায়েজ উদ্দিনের স্ত্রী মোর্শেদা খাতুন (৫৫), আফাজ উদ্দিনের মেয়ে আফরোজা খাতুন (২৫) ও ইতি পারভীনকে (২০) আটক করেছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ধুনট বার্তাকে বলেন, পারিবারিক বিরোধের জের ধরে হামলার ঘটনায় কৃষক সেকেন্দার আলীর মৃত্যু হয়েছে। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।