কে ছিলেন সালমানের প্রথম প্রেম?


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

 

নিউজ ডেস্ক.


    কথায় আছে প্রথম প্রেম নাকি ভোলা যায় না। কিন্তু বলিউড তারকাদের সঙ্গে কথাটি কি যায়? বিশেষ করে তারকার নাম যখন সালমান খান? অগণিত নারী ভক্তের পাশাপাশি যাঁর সঙ্গে ছবিতে অভিনয় করার জন্য মুখিয়ে থাকেন বলিউডের নামিদামি অভিনেত্রী, তাঁর সঙ্গে কথাটি বোধহয় একটু বেমানান। তবে ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, অন্য সবার মতো সালমানও প্রথম ভালোলাগাকে ভুলতে পারেননি এখনো। কিন্তু কে সেই নারী?

    সম্প্রতি ব্লগার হানি চাভানের সঙ্গে এক সাক্ষাৎকারে সালমান বলেন, ‘আমার যখন ১৬ বছর বয়স তখন আমি একটা মেয়েকে খুব পছন্দ করতাম। কিন্তু কখনো তাকে বলার সাহস জোগাড় করে উঠতে পারিনি। সে আমার দুজন বন্ধুর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিল, কিন্তু তাদের কারো সঙ্গেই সম্পর্ক খুব বেশিদূর এগোয়নি। মেয়েটি আমারও বন্ধু ছিল। অন্য কেউ যখন তার সঙ্গে সম্পর্ক গড়ে তুলত, তখন আমার হৃদয় ভেঙে যেত। সে কখনই আমার অনুভূতিগুলো বোঝেনি। তার অবশ্যই বোঝা উচিত ছিল যে আমি তাকে ভালোবাসি। কিন্তু সে আমার জন্য ছিল না। আমি হতাশ হয়ে পড়েছিলাম।’

    নাম প্রকাশ না করেই সালমান তার রূপের প্রশংসা করে বলেন, ‘সে সবচেয়ে সুন্দরী মেয়েদের মধ্যে একজন ছিল না, তবে তার মাঝে খুব সুন্দর কিছু একটা ছিল।’ সালমান আরো জানান, ‘তার একটা পাগলা ধরনের কুকুর ছিল, যাকে সে নিয়ন্ত্রণ করতে পারত না। সে কুকুরটা একদিন আমায় কামড়ে দেয়। আমি সবেমাত্র হাত উঠিয়েছি আর সে আমাকে বকতে শুরু করে দেয়। সেদিন আমি বুঝতে পেরেছিলাম। এই সম্পর্ক এখানেই শেষ। সে আমাকে পছন্দ করে না। তার কুকুরই আমাকে পছন্দ করে না, তার পরিবার তো আরো পরের ব্যাপার। আমি কয়েকদিন খুব কষ্টে ছিলাম এবং আমার মনে হতো জীবন এখানেই শেষ। তবে আজকে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আজকের দিন পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখার জন্য। আমি তার নাম বলব না। আমি নিশ্চিত সে সুখেই আছে। গত ৩৫ বছরে তার সঙ্গে আমার দেখা হয়নি।’

    ভাঙা হৃদয় সম্পর্কে ‘দাবাং’-খ্যাত তারকা জানান, ‘সম্পর্ক ভেঙে যাওয়া ভালো। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ব্যর্থতা দুনিয়ার সবচেয়ে ভালো জিনিস। আপনি এর খোঁচা অনুভব করবেন যখন আপনার বয়স থাকবে ১৬ অথবা ১৭-এর মধ্যে। কিন্তু এর পরও যদি এটা না থামে, ঠিক আছে। আপনি সময় নিন। প্রতিশোধপরায়ণ হবেন না। ভালো কেউ না কেউ আপনার জীবনে আসবেই। সম্পর্ক ভাঙার কষ্ট আপনার ওপর চড়তে দেবেন না। এতে দুশ্চিন্তা ও হিংসা সব মারা যাবে। সবাই আসলেই সুখী হবে।’

    বর্তমানে সালমান খান ব্যস্ত রয়েছেন ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবি নিয়ে, এটি ‘এক থা টাইগার’-এর দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটি কবির খানের পরিচালনায় নির্মিত হলেও এবারের পর্বটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর। তবে সহ-অভিনেত্রী হিসেবে ক্যাটরিনা কাইফ অপরিবর্তিত রয়েছেন।

    আর ঈদকে কেন্দ্র করে কবির খানের পরিচালনায় এ বছরের ২৩ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে সালমান খান অভিনীত নতুন ছবি ‘টিউবলাইট’। সালমান খান ছাড়াও ছবিটিতে অভিনয় করছেন চীনা অভিনেত্রী ঝু ঝু। এ ছাড়া ‘বজরঙ্গি ভাইজানে’র মুন্নির মতো মার্টিন রে ট্যাঙ্গু নামে আরেক খুদে চরিত্র থাকছে ছবিটিতে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ