Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
এবারের চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের হিসাবগুলো বেশ গোলমেলে হয়ে উঠছে। প্রকৃতির কাছে অসহায় হয়ে পড়েছে দেশগুলো। বৃষ্টির কারণে কেউ নিশ্চিত জয় হারাচ্ছে, কেউ বা পার পেয়ে যাচ্ছে প্রকৃতি দেবীর কল্যাণে। ‘বি’ গ্রুপের দলগুলো স্বস্তিতে থাকলেও ‘এ’ গ্রুপটা একটু বেশিই রহস্যময় হয়ে গেছে। দুটি ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি অস্ট্রেলিয়া। আবার দুটি ম্যাচেই বাজে ক্রিকেট উপহার দেওয়া বাংলাদেশ দল এখনো সেমিফাইনালের লড়াইয়ে টিকে আছে! প্রথম ম্যাচে নিশ্চিত জয়ের পথে থাকা নিউজিল্যান্ডও জয়বঞ্চিত হয়েছে। বাংলাদেশকে হারিয়ে ইংল্যান্ডই কেবল যা একটু স্বস্তিতে আছে। নিজেদের স্বস্তিটা আর একটু বাড়িয়ে নিতে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিকরা। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় কার্ডিফে শুরু হবে ম্যাচটি।
নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে দারুণ সূচনা করে ইংল্যান্ড। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় দুদলকে একটি করে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়। ইংল্যান্ড আজ জয় পেলে দলটির সেমিফাইনাল নিশ্চিত হবে। অন্যদিকে নিউজিল্যান্ড জিতলে তাদেরও সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন টিকে থাকবে। বলা বাহুল্য, কার্ডিফে দারুণ একটি ম্যাচ হতে যাচ্ছে আজ।
শক্তির বিচারে কোনো দলই কারো চেয়ে পিছিয়ে নেই। রুট-হেলস-মরগানরা প্রথম ম্যাচে রান পেয়েছেন। তেমনি অস্ট্রেলিয়ার বিপক্ষে উইলিয়ামসন-রনকি-টেলররাও ছন্দ ফিরে পেয়েছেন। তবে বোলিং শক্তিতে ইংল্যান্ডের চেয়ে কিছুটা হলেও এগিয়ে আছে নিউজিল্যান্ড। ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, অ্যাডাম মিলনে, মিচেল স্যান্টনারদের তুলনায় ইংল্যান্ডে মার্ক উড, জ্যাক বল, বেন স্টোকসরা খানিকটা দুর্বলই বটে। তবে স্বাগতিক বলেই কিছুটা এগিয়ে থাকবে ইংল্যান্ড।