রাজশাহীর বাগমারায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

 

রাজশাহী প্রতিনিধি.


বিলে মাছ ধরার জন্য বাঁশের বাঁধ দেওয়াকে কেন্দ্র করে রাজশাহীর বাগমারায় জেকের আলী (৬৮) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের হাতরুম গ্রামের বাসিন্দা।

আজ মঙ্গলবার এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে রহিদুল ইসলাম (৪৪) নামের একজনকে আটক করা হয়েছে। রহিদুল একই ইউনিয়নের শান্তিপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে হাতরুম বিলে বৃষ্টির পানির প্রবাহ বন্ধ করে রহিদুল ইসলাম মাছ ধরার জন্য বাঁশ দিয়ে বাঁধ দিতে শুরু করেন। বিষয়টি জানতে পেরে জেকের আলী তাঁকে বাঁধ দিতে নিষেধ করেন। এ নিয়ে তাঁদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রহিদুল ইসলাম লাঠি দিয়ে বৃদ্ধ জেকের আলীকে পেটাতে থাকেন। এতে তিনি মাটিতে পড়ে যান এবং জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাঁকে সেখানে ফেলে রেখে রহিদুল ইসলাম পালিয়ে যান।

বিষয়টির টের পাওয়ার পর ঘটনাস্থলের অদূরে থাকা লোকজন ঘটনাস্থলে এসে বৃদ্ধ জেকের আলীকে মৃত অবস্থায় দেখতে পেয়ে বাগমারা থানায় খবর দেয়। দুপুরে পুলিশ নিহত জেকের আলীর লাশ উদ্ধার করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় জেকের আলী হত্যায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রহিদুল ইসলামকে আটক করে।

তবে গোবিন্দপাড়া ইউনিয়নের সদস্য আবদুল হাকিম জানান, গ্রামের পাশের বিলে জেকের আলীর কিছু জমি আছে। ওই জমির পাশে মৃত পিয়ার আলীর একটি পুকুর আছে। মঙ্গলবার সকাল থেকে লোকজন নিয়ে সেই পুকুরে বাঁধ দেওয়ার কাজ করছিলেন রহিদুল ও তাঁর ছোট ভাই রফিকুল। এ সময় জেকের আলী জমিতে বাঁধ দেওয়া হচ্ছিল বলে পুকুরে বাঁধ দিতে বাঁধা দেন। এতে তাঁদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হলে বৃদ্ধ জেকের মাটিতে পড়ে যান। এরপর সেখানেই তাঁর মৃত্যু হয়।

বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রহিদুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আটক করা হবে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ