আবু জাহের. শেরপুর (বগুড়া) থেকে
 বগুড়ার শেরপরের মির্জাপুর ইউনিয়নের ভাদড়া গ্রামের একমাত্র সড়কটি সংস্কার করায় এলাকাবাসীর স্বপ্নপুরন হয়েছে। ওই সড়ক সংস্কার হওয়ায় দূর্ভোগ থেকে রক্ষা পাবে পথচারীরা।
বগুড়ার শেরপরের মির্জাপুর ইউনিয়নের ভাদড়া গ্রামের একমাত্র সড়কটি সংস্কার করায় এলাকাবাসীর স্বপ্নপুরন হয়েছে। ওই সড়ক সংস্কার হওয়ায় দূর্ভোগ থেকে রক্ষা পাবে পথচারীরা।
খয়ের আলী বটতলা থেকে নজরুল আকন্দের বাড়ী পর্যন্ত ২১০ মিটার সড়কটিতে সামান্য বৃষ্টিতে কাঁদা-পানি জমে দূর্ভোগ সৃষ্টি হয়েছে ভাদড়া গ্রামবাসীর। ওই পথে চলাচলে পথচারীদের সীমাহীন দূর্ভোগ পোহাতে হয়েছে। এজন্য ভাদড়া গ্রামবাসী দীর্ঘদিন যাবত সড়কটির সংস্কার কাজ করার জন্য দাবী জানিয়ে আসছিল।
বৃহস্পতিবার সড়কে ইট পেরে সোলিং কাজের উদ্বোধন করা হয়েছে। শেরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান আরিফুর রহমান মিলন এ কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভাদড়া গ্রামের আলতাফ আলী প্রামানিক, ইঞ্জিনিয়ার আবুল কালাম, পায়েল আহম্মেদ, আলম হোসেন সহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।


 
			 
			 
			