‘যারা সহিংসতা ছড়ায় তারা ইসলামের শক্রু’


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

 

নিউজ ডেস্ক.


    প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, ‘ইসলামের নামে যারা সহিংসতা ছড়ায়, তারা ইসলামের শক্রু। তারা ইসলামকে ধ্বংস করতে চায়। তাই তাদের বিরুদ্ধে সব ধর্মের মানুষকে সতর্ক থাকতে হবে।’

    আজ শুক্রবার দুপুরে সাভারের আশুলিয়ার বঙ্গবন্ধু রোডে অবস্থিত বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে শুভ বৃদ্ধপূর্ণিমা স্মরণে আয়োজিত অনুষ্ঠানে এইচ টি ইমাম এ কথা বলেন।

    বাংলাদেশের মানুষ ধর্মপ্রিয় তাই বর্তমান সরকারের সময় বাংলাদেশের বিভিন্ন ধর্মাবলম্বী সঠিকভাবে ধর্ম পালন করতে পারছে বলে মন্তব্য করেন এইচ টি ইমাম।

    এইচ টি ইমাম আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি জামায়াতের নেতাকর্মীরা দেশে উন্নয়ন থামানোর চেষ্টা চলছে।’ আন্দোলনের নামে যারা দেশে মানুষ খুন করেছে তাদের কঠোর বিচার করা হবে বলেও জানান তিনি।

    এর আগে এইচ টি ইমাম বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র পরিদর্শন করেন।

    বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক আসিন জিন রক্ষিত থেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর, উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ইয়াসমিন আরা লেখাসহ আরো অনেকে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ