সেমিতে ভারতকেই পাচ্ছে বাংলাদেশ?


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

 

নিউজ ডেস্ক.


    ২০১৫ বিশ্বকাপের কথা নিশ্চয়ই ভুলে যায়নি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। সে আসরের কোয়ার্টার ফাইনালে ওঠে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। সেবার ভারতের কাছে হেরেই আসর থেকে বিদায় নিয়েছিল লাল-সবুজের দল। যদিও ম্যাচটি নিয়ে যথেষ্টই বিতর্ক ছিল। এখনো পুরোপুরি নিশ্চিত না হলেও চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালেও হয়তো সেই ভারতকেই আবার পাচ্ছে বাংলাদেশ।

    আজ রোববার ‘বি’ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সেমিতে ওঠে ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানের জয়ে কোহলির দল এখন পর্যন্ত গ্রুপ সেরা। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে তারা। তা ছাড়া তাদের রান রেট এতটাই ভালো যে, পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার পরের ম্যাচের জয়ী দলের পক্ষে অনেকটাই অসম্ভব তাদের টপকানো। তাই ভারত ‘বি’ গ্রুপ সেরা হলে ‘এ’ গ্রুপ রানার্সআপ বাংলাদেশ তাদের প্রতিপক্ষ হচ্ছে তা নব্বই ভাগ নিশ্চিত হয়ে গেছে। তারপরও ক্রিকেট অনিশ্চতার খেলা, এখানে অনেক কিছুই সম্ভব হতে পারে। সে জন্য হয়তো কিছুটা অপেক্ষা করতে হতে পারে।

    আগামী ১৫ জুন এজবাস্টনে হবে সেমিফাইনাল ম্যাচটি। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে মাশরাফিদের প্রতিপক্ষ কে তা নিশ্চিত করে জানার জন্য অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত।

    আগামীকাল শ্রীলঙ্কা-পাকিস্তান আসরের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে। কার্ডিফে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

     

    দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমিফাইনালে ভারত

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ