প্রাণ চাটনির বিজ্ঞাপনে পরী মণি

 

নিউজ ডেস্ক.


জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণি প্রাণ চাটনির বিজ্ঞাপনের মডেল হয়েছেন। ৪০ সেকেন্ডের বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে প্রাণ প্রোডাকশন হাউসের ব্যানারে। এটি পরিচালনা করেছেন নাফিজ রেজা। জুলাইয়ের মাঝামাঝিতে বিভিন্ন টিভি চ্যানেলে বিজ্ঞাপনটি প্রচার হবে।

নির্মাতা নাফিজ রেজা জানান, বিজ্ঞাপনটি নির্মাণের জন্য সিলেটের জনপ্রিয় সব লোকেশন বেছে নিয়েছেন তিনি। সম্প্রতি সিলেটের রাতারগুল সোয়াম্প ফরেস্ট ও জৈন্তাপুরে এর শুটিং হয়েছে।

চিত্রনায়িকা পরী মণি বলেন, ‘প্রোডাক্ট ও বিজ্ঞাপনের স্ক্রিপ্টটি ভালো লাগায় প্রাণ চাটনির বিজ্ঞাপনটিতে কাজ করেছি। আশা করছি, দর্শকদের কাছেও এটি ভালো লাগবে। চলচ্চিত্রের পাশাপাশি বিজ্ঞাপনে কাজ করতেও আমার ভালো লাগে।’

প্রাণ অ্যাগ্রো লিমিটেডের ক্যাটাগরি ম্যানেজার তোষণ পাল বলেন, ‘পরী মণি খুব জনপ্রিয় একজন নায়িকা। তাঁকে প্রাণ চাটনির বিজ্ঞাপনে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এই বিজ্ঞাপণের মাধ্যমে প্রাণ চাটনির প্রচারণায় ভিন্ন মাত্রা পাবে বলে আমি আশা করছি।’

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ