ধুনটে ক্ষুদে ক্রিকেটারকে অনুদান দিলেন এমপি হাবিব

 

আমিনুল ইসলাম শ্রাবণ.



বগুড়া- ৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান নিজের মুক্তিযোদ্ধা ফান্ডের অর্থ থেকে এক ক্ষুদে ক্রিকেটারকে অনুদান প্রদান করেছেন। ওই ক্রিকেটারের নাম নাঈমুর রহমান দূর্জয়। সে ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের প্রয়াত যুবলীগ নেতা আইয়ুব আলীর ছেলে।

সম্প্রতি বেসরকারি মোবাইল কোম্পানী রবি’র ‘খোঁজ দ্য নাম্বার ১ ম্পিনার হান্টে’ ক্ষুদে ক্রিকেট তারকা বনে যান নাঈমুর রহমান দূর্জয়। ঢাকায় ৫০ জন স্পিনার নিয়ে ন্যাশনাল ক্যাম্প শুরু হয়। সেখানে কোচ শেন ওয়ার্নের উত্তরসূরী হিসেবে অভিভূত করেন দূর্জয়কে।

এদিকে সেরা ক্রিকেটার হওয়ার জন্য দূর্জয় এবার বিকেএসপিতে ভর্তি হওয়ার সুযোগ নিয়েছে। উচ্চতর ক্রিকেট শিক্ষার জন্য তাকে আর্থিক মুক্তিযোদ্ধা হিসেবে প্রাপ্ত অর্থ থেকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

শনিবার দুপুরে নিজ বাসভবনে তিনি অনুদানের অর্থ তুলে দেন এই ক্ষুদে ক্রিকেট তারকার হাতে। এসময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল ইসলাম, সহসভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মাদ আসিফ ইকবাল সনি, যুগ্ম সম্পাদক মহসিন আলম, উপজেলা কৃষক লীগের সভাপতি কুদরত-ই খুদা জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন রিপন, যুগ্ম সম্পাদক রাশেদ আলামীন আলম, ছাত্রলীগ নেতা রাজু মাহমুদ এবং ক্রিকেটার দূর্জয়ের মা ও বোন উপস্থিত ছিলেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ