প্রেমিকার সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা

নিউজ ডেস্ক.

দুই বছরের প্রেম। এরপর টানাপড়েন। প্রেমিকার সঙ্গে সাক্ষাৎ নেই মাসখানেক। শনিবার হঠাৎ সাক্ষাতের পরই প্রেমিকার সামনে গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন প্রেমিক যুবক।
রাজধানীর ধানমন্ডির সোবহানবাগ থেকে সন্ধ্যায় সুমন কুমার পাল (২৪) নামের দগ্ধ ওই প্রেমিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সুমনের গ্রামের বাড়ি যশোরের অভয়নগরের চল্লিশিয়া এলাকায়। তিনি বর্তমানে ধানমন্ডির তল্লাবাগের বাসিন্দা।
সুমনের বন্ধুরা হাসপাতালে জানান, এ বছর ড্যাফোডিল ইউনির্ভাসিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনার্স করেছেন সুমন। কয়েক দিন ধরেই প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব ছিলেন তিনি। কিন্তু প্রেমিকা তাতে রাজি ছিলেন না।
অনেক বুঝিয়ে শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডির সোবহানবাগে দেখা করতে বলেন সুমন। সন্ধ্যা ৬টার দিকে সোবহানবাগ ডেন্টাল কলেজ হোস্টেলের পাশে যান প্রেমিকা। সেখানে দুইজনের সাক্ষাৎ।
সুমনের বন্ধুরা জানান, একই বিশ্ববিদ্যালয়ের বিবিএর ওই ছাত্রী এক মুসলিম মেয়ের সাথে দুই বছরের প্রেমের সম্পর্ক ছিল সুমনের।। কিছু দিন ধরে তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। তার ধর্মীয় পরিচয়টা ওই মেয়ে জানতেন না। জানার পর থেকেই মূলত এ ঘটনা ঘটে। ওই তরুণী সুমনকে এড়িয়ে চলছিল। তারপরও সুমন বিয়ের প্রস্তাব দেয়ায় মেয়ে তা প্রত্যাখ্যান করলে তিনি ক্ষোভে প্রেমিকার সামনে নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করতে চান।
ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটের মেডিক্যাল অফিসার ডা. ফাহমিদা জানান, সুমনের গলা থেকে শরিরের নিচ পর্যন্ত ৩৬ ভাগ পুড়ে গেছে। এছাড়া তার শ্বাসনালী পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। কোনো রোগীর শ্বাসনালী পুড়ে গেলে তাকে বাঁচানো কঠিন বলে জানিয়েছেন ওই চিকিৎসক।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ