ধুনটে বালিকা বিদ্যালয়ে বই বিতরণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি.

বগুড়ার ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বিশ্ব বই দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে বিদ্যালয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে বই বিতরণ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মহসিন আলম।
প্রতিষ্ঠানের ধ্যিক্ষ বিকাশ চন্দ্র সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, ধুনট সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহানারা খাতুন।
সভায় বক্তারা পাঠাভ্যাসের জন্য বই পড়ার বিষয়ে শিক্ষার্থীদের গুরুত্বারোপ করেন। পরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ