Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার নন্দীগ্রামে ২০১৬-২০১৭ অর্থবছরে উপজেলা পরিষদের বাসভবন মেরামত কাজের ২০ লাখ টাকা বরাদ্দ এলেও সময়স্বল্পতার অজুহাতে কাজ শুরু হয়নি। অভিযোগ উঠেছে, উপজেলা প্রকৌশলীর অবহেলায় টাকাগুলো ফেরত গেছে। এতে পরিষদের ওই বাসভবনে বসবাসকারী অফিসার-কর্মচারীদের মাঝে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপজেলা-২ শাখা গত অর্থবছরে পরিষদের বাসভবন মেরামতের ২০ লাখ টাকা বরাদ্দ দিয়েছিল। এবারও পরিষদের প্যানেল চেয়ারম্যান একে আজাদ তদবির করে ২০ লাখ টাকা বরাদ্দ আনেন। উপজেলা প্রকৌশল শাখা বলে, টেন্ডার করাসহ অন্যান্য প্রক্রিয়া মানতে জুনের মধ্যে কাজ শেষ হবে না। এসব অজুহাত এবং প্রকৌশলী দেলোয়ার হোসেনের অবহেলায় কাজ শুরু না করায় টাকাগুলো ফেরত যায় বলে সূত্র জানায়।
উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ একে আজাদ ধুনট বার্তাকে বলেন, একই সঙ্গে আদমদীঘিসহ ২-৩টি উপজেলায় একই বরাদ্দ আসে। তারা কাজ শুরু করেছে। অথচ এই উপজেলার প্রকৌশলী বলছেন, টেন্ডার করে জুনের মধ্যে কাজ শেষ করা যাবে না। তাই ফান্ড ফেরত দেয়া হয়েছে। তিনি এজন্য উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেনের অবহেলাকে দায়ি করেন।
এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন ধুনট বার্তাকে বলেন, বাসভবন মেরামতের আসা ওই ফান্ডের মালিক উপজেলা পরিষদ। তিনি শুধু কারিগরি সহায়তা দিয়ে থাকেন। এছাড়া জুনের মধ্যে কাজ শেষ করা সম্ভব ছিল না। আমার কোন অবহেলা ছিল না। সময়ল্পতার কারণে টাকা ফেরত পাঠানো হয়েছে।