নিউজ ডেস্ক.
ভারতের নয়াদিল্লির গুরগাঁও শহরে এক তরুণীকে জড়িয়ে ধরার অভিযোগে এক ব্যক্তিকে জুতাপেটা করেছেন ওই তরুণীর সহকর্মীরা।
স্থানীয় সময় শনিবার রাতে এ ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমসহ ইন্টারনেটে ব্যাপকভাবে ভাইরাল হয় ভিডিওটি।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গুরগাঁওয়ের একটি পানশালার কর্মীরা শনিবার রাতে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। সে সময় মদ্যপ এক ব্যক্তি এক তরুণী কর্মীকে পেছন থেকে জড়িয়ে ধরে। পরে তাঁর কয়েকজন সহকর্মী এগিয়ে গিয়ে তরুণী উদ্ধার করে এবং ওই ব্যক্তিকে জুতাপেটা করেন।
ঘটনার সময় আশপাশে কোনো পুলিশ সদস্য ছিল না বলে জানিয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী।
এ বিষয়ে জানতে চাইলে গুরগাঁও পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা মনিশ সেহগাল বলেন, ‘দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা সাদা পোশাকে পুলিশ মোতায়েন করেছি। এ ছাড়া লাঞ্ছনার শিকার কেউ পুলিশের কাছে এলে অভিযোগ নেওয়ার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।’

