Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
সাতক্ষীরা প্রতিনিধি.
সাতক্ষীরার তালা উপজেলায় এক পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি তাঁর স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে আহত করার পর নিজে গাছে উঠে ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন বলে খবর পেয়েছে পুলিশ।
গতকাল রোববার রাতে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের দক্ষিণ ঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।
আত্মঘাতী আকবর আলী মোড়ল (৪৫) মুরগি খামারি ছিলেন। তিনি কিছুদিন আগে পক্ষাঘাতগ্রস্ত হয়ে কর্মক্ষমতা হারান। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অন্যদিকে গুরুতর আহত আকবর আলীর স্ত্রী ইরানি বেগমকে (৩০) প্রথমে খুলনা ও পরে ঢাকায় চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।
তবে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বিষয়টি নিয়ে সন্দিহান বলে জানান। তিনি বলেন, এটি আত্মহত্যা কি না তা যেমন নিশ্চিত নয়, তেমনি পক্ষাঘাতগ্রস্ত আকবর আলী স্ত্রীকে কুপিয়ে আহত করার শক্তি রাখেন কি না, তাও তদন্তের বিষয়। তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’
আকবর আলী মোড়লের সঙ্গে স্ত্রী ইরানি বেগমের পারিবারিক কলহ চলছিল বলেও প্রতিবেশীদের বরাত দিয়ে জানান ওসি।
এ ব্যাপারে ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুভাষ সেন বলেন, এক বছর আগে আকবর আলী পক্ষাঘাতগ্রস্ত হয়ে কর্মক্ষমতা হারিয়ে ফেলেন। সংসার চালাতে তিনি স্ত্রীকে বাড়ির বাইরে কাজ করার অনুমতি দেন। এর পর থেকে স্ত্রীর প্রতি তাঁর সন্দেহ জন্মায়। এ নিয়ে দুজনের মধ্যে বিবাদ চলছিল।
ইউপি চেয়ারম্যান আরো জানান, সম্প্রতি ওই এলাকার ইউপি সদস্য এজাহার আলী বিষয়টি নিয়ে সালিশ করে নিষ্পত্তি করে দেন। এরপর কিছুদিন না যেতেই তাঁদের বাড়িতে এ ঘটনা ঘটল।
ইউপি সদস্য এজাহার আলী বলেন, ‘আকবর আলী আত্মহত্যা করেছেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ, অসুস্থ হওয়ার পর তিনি কাজকর্ম, এমনকি স্বাভাবিকভাবে চলাফেরাও করতে পারেন না।’
একজন পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির পক্ষে গাছে চড়ে নিজের গলায় রশি পরানো সম্ভব কি না, তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। তিনি যে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে আহত করবেন, তাঁর এমন শক্তি ছিল কি না তাও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন ইউপি সদস্য।