অত্যাচার সীমাহীন পর্যায়ে পৌঁছেছে -রিজভী

নিউজ ডেস্ক.

সরকার বিএনপির নেতাকর্মীদের ওপর যে অত্যাচারের স্টিমরোলার চালাচ্ছে, তা সীমাহীন পর্যায়ে পৌঁছেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
গাজীপুরের শ্রীপুর উপজেলা ছাত্রদল নেতা আরিফ আহমেদ সরকার, মামুন আকন্দ এবং মঞ্জুরুল আহসান মিন্টুকে দীর্ঘদিন কারান্তরীণ রাখায় গভীর উদ্বেগ জানিয়ে এ বিবৃতি পাঠানো হয়।
বিবৃতিতে রিজভী বলেন, তরুণ সমাজ বিশেষ করে ছাত্রদলের নেতাকর্মীদের বর্তমান ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে ভয় পাইয়ে দিতেই সরকার তাদের ওপর অত্যাচারের স্টিমরোলার চালাচ্ছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দেশকে বিরোধী দলমুক্ত করে নিজেদের একচ্ছত্র শাসন দীর্ঘস্থায়ী করার গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। এর অংশ হিসেবেই বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও গ্রেফতারের হিড়িক শুরু হয়েছে।
তিনি অবিলম্বে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ