Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য সহকারী অ্যাটর্নি জেনারেল পদে ২৭ জনকে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে বর্তমানে দায়িত্বরত ২৩ সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে সলিসিটর রঞ্জন কুমার সাহা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয়।
মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা ড.রেজাউল করিম এনটিভি অনলাইনকে বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে এ অব্যাহতি এবং নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল বলেন, রাষ্ট্রপতি যখন নিয়োগ দেন তখন নিয়োগপত্রে উল্লেখ থাকে উনার ইচ্ছে অনুযায়ী নিয়োগ দেওয়া হলো। আবার অব্যাহতির ক্ষেত্রে ও কাজের মূল্যায়নের ওপর নির্ভর করে অব্যাহতি দেওয়া হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিগত দিনের কর্মসম্পাদন (পারফরম্যান্স) সন্তোষজনক না হওয়ায় ২৩ জনকে অব্যাহতি দেওয়া হয়।
নতুন নিয়োগপ্রাপ্ত ২৭ জন হলেন- সৈয়দা সাবিনা আহম্মেদ (মলি), আফিফা বেগম, আনিচ-উল মাওয়া আরজু, সাইরা ফাইরজ, হেলেনা বেগম (চায়না), মো. আসাদুজ্জামান, লাকী বেগম, মো. শফিকুজ্জামান, মিজানুর রহমান খান, মোহাম্মদ আকতার হোসেন, সৈয়দ বশির হোসেন চৌধুরী, নুসরাত জাহান, মো. আবুল কালাম খান (দাউদ), সন্ধ্যা ঘোষ, মো. নাসিম ইসলাম, মোহাম্মদ মজিবুর রহমান, মো. আশরাফ উদ্দিন খান, মেহেদেী হাসান, নিরমল কুমার দাস, জাহির আহম্মেদ, সাথী শাহাজাহান, জাকির হোসেন, আইরিন জাহান, প্রহলাদ দেবনাথ, আবুল হোসেন মো. জিয়াউদ্দিন, আশিক রুবাইয়াত ও নাজিমুল ইসলাম (রাজু)।
অব্যাহতি পাওয়া ২৩ জন হলেন- সাধন কুমার বনিক, দেলোয়ারা বেগম বেলা, ইয়াদিয়া জামান, মোছা. আনোয়ারা খানম, বিলকিছ ফাতেমা, মতিউর রহমান হাওলাদার, মো. আব্দুল বারী, মো. নুরুল হক, মো. মনোয়ার হোসেন, আব্দুর রহমান হাওলাদার, বাহাউদ্দিন আহাম্মেদ, তৌহিদা খাতুন (রিনা), আবু সালেহ মোহাম্মদ ফজলে রাব্বী খান, মো. জাবের, মো. মোজাম্মেল হক রানা, খন্দকার মোদাররেস এলাহী (তিরু), মিয়া সিরাজুল ইসলাম, এস এম আসাদুল্লাহ তারেক, মো. শহীদুল ইসলাম খান, এ বি এম মাহবুব,মো. মামুনুর রশিদ, মো. সোয়েব খান ও নওয়াজিশ আরা বেগম।