ধুনটে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

 

আবু সুফিয়ান.


    বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মথুরাপুর জিএমসি কলেজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা জানে আলম খোকা।

    বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন ধুনট পৌরসভার সাবেক পৌর প্রশাসক বিএনপি নেতা আকতার আলম সেলিম, বিএনপি নেতা শামীম আহমেদ, তোহা, শাহীন আখতার, শাহাদৎ আলম মিলু, আব্দুল মালেক, হাসেম আলী, যুবদল নেতা মহব্বত আলী, শাহীন আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলফিজুর রহমান স্বপন, ছাত্রদল নেতা লিটন হোসেন, সেলিম রেজা, আব্দুস ছালাম, সবুজ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বিজয় সরকার।

    প্রধান অতিথির বক্তব্যে জানে আলম খোকা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সরকার ষড়যন্ত্র করছে। দলীয় নেতাকর্মীদের উপর হামলা, মামলা ও জেল-জুলুম করে নির্যাতন করা হচ্ছে। সরকারের বিরুদ্ধে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ