নিউজ ডেস্ক.
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরেরপ্রথম সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে আনপ্রেডিক্টেবল পাকিস্তান। দারুণভাবে ঘুড়ে দাঁড়িয়ে পাকিস্তান সেমিফাইনাল নিশ্চিত করলেও কাগজে-কলমে ফেবারিট হিসেবে মাঠে নামছে ইংল্যান্ডই। বুধবার কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মুখোমুখি হবে দুটি দল।
গত ৪২ বছরে তিনবার বিশ্বকাপ ফাইনাল খেললেও ৫০ ওভারের বড় কোন টুর্নামেন্টের শিরোপা জিততে পারেনি ইংল্যান্ড। এবার ইয়ান মরগানের নেতৃত্বাধীন ভারসাম্যপূর্ণ দলটির মাধ্যমে নিজেদের স্বপ্ন পুরনের সম্ভাবনা দেখছে ইংল্যান্ড।
অপরদিকে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে লজ্জাজনক পরাজয়ের পর দারুণভাবে ঘুড়ে দাঁড়িয়েছে পাকিস্তান। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অপ্রত্যাশিতভাবে শ্রীলংকাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আনপ্রেডিক্টেবল পাকিস্তান। শ্রীলংকার বিপক্ষে তিন উইকেটে জয় পাওয়া ম্যাচে সরফরাজ আহমেদের অধিনায়কোচিত ইনিংসে উজ্জিবীত থাকবে পাকিস্তান। তবে শ্রীলংকার আগে দক্ষিণ আফ্রিকাকেও বৃষ্টি আইনে হারানো পাকিস্তান মানসিকভাবে এখন অনেকটাই শক্ত অবস্থানে। তাই সোফিয়া গার্ডেন্সে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায়।

