আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি.
নিরাপদ খাদ্য সুস্থ্য জীবন, ভেজালমুক্ত খাবার আমাদের অঙ্গিকার,নিরাপদ খাদ্য তৈরী করি সুস্বাস্থ্যের জাতি গড়ি এই স্লোগানকে সামনে রেখে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বগুড়া সিভিল সার্জন অফিসের সহযোগিতায় বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে নিরাপদ খাদ্য বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা স্যানেটারী ইন্সিপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক রাম চন্দ্র সাহা। স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আফজাল হোসেন মারুফের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, বগুড়া সদর স্যানেটারী ইন্সপেক্টর ভূপেন রায়, স্বাস্থ্য পরিদর্শক সামছুদ্দিন খান, হাতেম আলীসহ সাংবাদিক ও উপজেলার বিভিন্ন খাদ্য তৈরী প্রতিষ্ঠানের ম্যানেজার ও শ্রমিক।