নিউজ ডেস্ক.
লঞ্চ চলাচল নির্বিঘ্ন রাখতে ঈদের আগের ও পরের পাঁচ দিন বাল্কহেড কার্গো চলাচল বন্ধ থাকবে বলে জানিয়ে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে সরকার কাজ করে যাচ্ছে। লঞ্চ চলাচল নির্বিঘ্ন রাখতে ঈদের আগের ও পরের পাঁচ দিন বাল্কহেড কার্গো চলাচল বন্ধ থাকবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নৌপথে দুর্ঘটনা হ্রাস করা সম্ভব হবে।’
আজ বুধবার সদরঘাটে সম্প্রসারিত টার্মিনাল ভবন, সদরঘাট থেকে শ্মশানঘাট পর্যন্ত আরসিসি রাস্তা ও লালকুঠি মিনি পার্কের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান।
অনুষ্ঠানে শাজাহান খান আরো বলেন, দুর্ঘটনা হ্রাসে যাত্রী সাধারণকে সচেতন হতে হবে। ২০১৬ সালে কোনো লঞ্চডুবি হয়নি। ২০১৭ সালকে নৌদুর্ঘটনামুক্ত বছর হিসেবে দেখতে চাই।
তিনি বলেন, সম্প্রসারিত সদরঘাট টার্মিনাল ভবন (চার তলা) নির্মাণে ১৯ কোটি ১০ লাখ টাকা ব্যয় হয়েছে। এর ফলে মূল টার্মিনাল ভবনের ওপর চাপ অনেকাংশে হ্রাস পাবে এবং যাত্রী সাধারণের চলাচল নিরাপদ হবে। সদরঘাট থেকে শ্মশানঘাট পর্যন্ত আরসিসি রাস্তা ও আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে প্রায় ২০ কোটি টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে রয়েছে তীর রক্ষা কাজ, স্পাড, গ্যাংওয়ে, র্যাম্প নির্মাণ, পার্কিং ইয়ার্ড ও সবুজায়ন। সদরঘাট থেকে লালকুঠি ঘাট পর্যন্ত পার্কিং ইয়ার্ড নির্মাণ হওয়ায় উক্ত এলাকায় যানবাহন ও যাত্রীদের চলাচল নির্বিঘ্ন হচ্ছে।
শাজাহান খান বলেন, দখল ও দূষণের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমাদের বিশ্বাস উন্নয়নে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নৌপরিবহন সচিব অশোক মাধব রায়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (যাত্রী পরিবহন) সংস্থার সভাপতি মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান প্রকৌশলী ড. জ্ঞান রঞ্জন শীল, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর সৈয়দ আরিফুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. শফিকুল ইসলাম বক্তব্য রাখেন।