নিউজ ডেস্ক.

মেক্সিকো সীমান্তের কাছে পশ্চিম গুয়াতেমালায় ৬.৯ মাত্রার এক প্রবল ভূমিকম্পে ৫ জন নিহত ও ৭ জন আহত হয়েছে। স্থানীয় সময় বুধবার রাত ১টা ২৯ মিনিটে শুরু হওয়া ভূমিকম্পটি সারাদেশজুড়ে অনুভূত হয়েছে।
এতে ঘরবাড়ির মাঝারি ধরনের ক্ষয়ক্ষতি হওয়া ছাড়াও বেশ কয়েকটি ভূমিধসের ঘটনা ঘটেছে বলে গুয়াতেমালার ন্যাশনাল ইমার্জেন্সি কো-অর্ডিনেশন এজেন্সির প্রতিবেদনে।
গুয়াতেমালার স্যান ম্যাক্রোস রাজ্যের তাজুমুলকো শহর থেকে ৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ১১১ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি বলে তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
ভূমিকম্পের উপকেন্দ্র থেকে ২০ কিলোমিটার দূরের স্যান ম্যাক্রোস শহরে দেয়াল ধসে পড়ে এক নারী নিহত হন। নিকটবর্তী স্যান সেবাস্টিয়ান শহরে গির্জার একটি অংশ ধসে গৃহহীন অপর এক ব্যক্তি নিহত হন। এ ছাড়া পার্শ্ববর্তী তিন রাজ্যে ভূমিকম্পের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আরও ৩ নারীর মৃত্যু হয়।
এসব প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন গুয়াতেমালার প্রেসিডেন্ট জিমি মোরালেস।
ভূমিকম্পের পর বেশ কয়েকটি রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থা অচল হয়ে পড়ে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মধ্যরাতে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে গুয়াতেমালার রাজধানীর বাসিন্দাদের ঘুম ভেঙে যায়। ঘরে ছেড়ে তারা বাইরে বেরিয়ে আসে। কিন্তু তীব্রতার তুলনায় রাজধানীতে ক্ষয়ক্ষতি তেমন হয়নি।
বেশ কয়েক জায়গায় ভূমিধসের পর দেশটির কয়েকটি জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে বলে খবর পাওয়া গেছে।

