ধুনটে বৈদ্যুতিক তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

আবু সুফিয়ান.


বগুড়ার ধুনট উপজেলায় বৈদ্যুতিক তারে জড়িয়ে মুঞ্জু মন্ডল (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় ধুনট সদর ইউনিয়নের বিলকাজুলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুঞ্জু মন্ডল ওই গ্রামের আহম্মদ আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, মুঞ্জু মন্ডল জমিতে সেচ কাজের জন্য মোটর ব্যবহার করছিলেন। বৃহস্পতিবার দুপুর ২টায় ওই মোটরের বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এসময় স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাহিদ হাসান নোবেল জানান, বৈদ্যুতিক তারে জড়িয়ে অসুস্থ্য হয়ে পড়েন কৃষক মুঞ্জু মিয়া। উদ্ধারের পর স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পূর্বেই তার মৃত্যু হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ