কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি.
কাজীপুরের রূপসার প্রত্যন্ত চরাঞ্চলে গত বুধবার বিকেলে ডাচবাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং রাজশাহী অঞ্চলের ১৪৪৭তম শাখার উদ্বোধন করা হয়েছে।
চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এই ব্যাংকের শাখার উদ্বোধন করা হয়েছে বলে জানান ব্যাংকের রাজশাহী রিজিওনাল শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম।
এ উপলক্ষে রূপসার বাজারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমাজ সেবক আতাহার আলী । প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজীপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক বকুল সরকার।
অনুষ্ঠানে ব্যাংকের সেবা ও কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখেন এরিয়া ম্যানেজার নুর-ই এলাহী সরকার, ব্রাঞ্চের এজেন্ট মেসার্স সিদ্দিক’স ট্রেডার্সের এবি সিদ্দিকী, স্কলার্স মডেল স্কুলের প্রধান শিক্ষক আমজাদ হোসেন প্রমূখ।


