Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
বিনোদন ডেস্ক.
চিরদিনের জন্য নয়, শুধু এক ঘণ্টার জন্য বিয়ে করলেন ঈশানা! পাত্র ফারহান আহমেদ জোভান। খবরটা শুনে অবাকই হতে পারেন যে কেউ। তবে হাসতে হাসতে ঈশানা জানালেন আসল কথা। ঈদের জন্য একটি নাটকের দৃশ্যায়ন শেষ করেছেন তিনি। এর নাম ‘এক ঘণ্টার বিয়ে’। পরিচালনা করেছেন তানভীর সানী। ঈশানা বলেন, এ নাটকটিতেই এক ঘণ্টার জন্য বিয়ে করেছি। বেশ মজার একটি গল্প। আমার চরিত্রের নাম মাইশা। মেয়েটি খুব রাগী টাইপের। এক ঘণ্টার জন্য কেন বিয়ে করেছি সেটা নাটকটি না দেখলে বোঝা যাবে না। আশা করছি সবাই ঈদে নাটকটি টিভি পর্দায় দেখবেন। ঈশানা আরো জানান, নাটকটি ঈদে দীপ্ত টিভিতে প্রচারের লক্ষ্যে নির্মাণ করা হয়েছে।
তিনি বলেন, এক ঘণ্টার বিয়ে দেখা যাবে দীপ্ত টিভিতে। এটি নওশীন আপু প্রযোজনা করেছেন। তার প্রযোজনায় এটাই প্রথম কাজ আমার। নওশীন জানান, দীপ্ত টিভিতে আমার প্রযোজনায় আরও দুটি নাটক প্রচার হবে। এই গল্পটি বেশ মজার। আশা করছি সবাই উপভোগ করবেন। এদিকে এ নাটক ছাড়া ঈদ উপলক্ষে আরো বেশকিছু কাজ শেষ করেছেন ঈশানা। এর মধ্যে রয়েছে- মিনহাজুল ইসলামের পরিচালনায় ৬ পর্বের ধারাবাহিক ‘শূন্য সৈকতে’, অনিক বিশ্বাসের খণ্ড নাটক ‘ক্রাশ’, ‘প্রবঞ্চনা’, পার্থিব মামুনের ‘ভালোবাসি হয়নি বলা’, বর্ণ নাথের ‘অ্যালার্ম’, শামীম জামানের ‘প্রেমের তুলসী’, ‘ছুটে চলা’, ‘আহত পাখির ডানা’, ‘ইডিয়েট’, ‘মতি মিয়ার কীর্তি’, ‘পিঁপড়া বনাম হাতি’সহ আরো কয়েকটি।