রমজানেও সরকারের ষড়যন্ত্র থেমে নেই -জানে আলম খোকা


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

আবু সুফিয়ান.


    বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা ও শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত নেতা জানে আলম খোকা বলেছেন, সিয়াম সাধনার পবিত্র রমজান মাসেও বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারের ষড়যন্ত্র থেমে নেই। অবৈধ এ সরকার ক্ষমতার অপব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের জেল, জুলুম, নির্যাতন চালিয়ে যাচ্ছে। গণমাধ্যম ও মানুষের বাক স্বীধনতা খর্ব করে নেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার বিকেলে বগুড়ার ধুনটে উপজেলা ও পৌর বিএনপির একাংশ আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। শহরের মুন শিশু পার্ক এলাকায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

    উপজেলা বিএনপির আহ্বায়ক তৌহিদুল আলম মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা হাতেমুজ্জামান তালুকদার, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল মনসুর আহমেদ পাশা, সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপি নেতা আপেল মাহমুদ, সাইফুল ইসলাম ভেটু ও ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিকুল করিম আপেলসহ প্রমুখ নেতৃবৃন্দ।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ