Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
বগুড়া প্রতিনিধি.
রাঙামাটির মানিকছড়িতে পাহাড় ধসে নিহত সেনাসদস্য শাহীন আলম চঞ্চলের (৩২) মরদেহ বগুড়ার আদমদীঘির ধনতলা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার সময় সেনাসদস্যদের সুসজ্জিত একটি দল শাহীন আলমের লাশ নিয়ে বগুড়ার আদমদীঘি উপজেলার নশরৎপুরের ধনতলা গ্রামে পৌঁছায়। সেনাকাহিনীর একটি পিকআপভ্যানে করে মরদেহ আনা হয়। এ সময় আরো একটি সেনাট্রাক বহরে ছিল।
বগুড়ার আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির এবিনিউজকে জানান, পাহাড় ধসে নিহত সেনাসদস্যের লাশ হেলিকপ্টারে করে বগুড়ায় আনা হয়। এরপর তার লাশ গ্রামের বাড়িতে পৌঁছানোর পর স্থানীয় ধনতলা মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহতের বাবা মো. সারোয়ার্দি জানান, একমাত্র ছেলে শাহীন আলম চঞ্চল ২০০৬ সালে সেনাবাহিনীতে যোগদান করেন। ২০১২ সালে বিয়ে করেন শাহীন। তাদের পরিবারে আবু তাহা নামে ৪ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
তিনি আরো জানান, মঙ্গলবার সকালে তার ছেলের সাথে মোবাইল ফোনে শেষ কথা হয়। সন্ধ্যার দিকে জানতে পারেন রাঙামাটির মানিকছড়িতে তার ছেলে পাহাড় ধসে নিহত হয়েছে। ছেলেটি ছিল উপার্জনের একমাত্র ব্যক্তি।