চীনে নার্সারি স্কুলে বিস্ফোরণ: নিহত ৭


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.



    চীনের জিয়াংশু প্রদেশে একটি নার্সারি স্কুলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৭ জন এবং ৫৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। পুলিশ জানিয়েছে, আজ বৃহস্পতিবার সুঝোউ শহরের ওই স্কুলটিতে অভিভাবকরা তাদের সন্তনদেরকে নিতে আসার সময় প্রবেশপথের কাছে এ বিস্ফোরণ ঘটে।

    হতাহতদের মধ্যে কোনও শিশু আছে কিনা বা থাকলেও কতজন আছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্ফোরণের কারণও জানা যায়নি। এক স্থানীয় পুলিশ কর্মকর্তা এ বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করে জানিয়ে বলেছেন ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

    বিস্ফোরণটি কোনও দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত ভবে ঘটানো হয়েছে তা ষ্পষ্ট নয়।

    চীনের নিউজ ওয়েবসাইট স্থানীয় এক দোকান মালিকের বরাত দিয়ে বলেছে, তিনি বিকালের দিকে বিস্ফোরণের বিকট আওয়াজ শুনেছেন। কাছাকাছি কোনও খাবার দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে থাকতে পারে বলে তার মনে হয়েছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ