ফিলিপাইনে সরকারি বাহিনীর অভিযানে নিহত ৪

নিউজ ডেস্ক.

ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় পর্যটন দ্বীপ বোহোলে জঙ্গি বিরোধী অভিযানে চার বন্দুকধারী নিহত হয়েছে। শনিবার সরকারি বাহিনী ওই জঙ্গি গ্রুপের বিরুদ্ধে অভিযান চালায়।
রবিবার এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, জঙ্গি গ্রুপটি পর্যটক বহুল ওই দ্বীপে একটি গণ অপহরণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে অভিযানে নামে পুলিশ ও সেনাবাহিনী।
বোহোল পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শনিবার দুপুরে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সর্বশেষ সংঘর্ষটি হয়। ক্লারিন শহরের নিকটবর্তী একটি গ্রামে এ সংঘর্ষ ঘটে।
ফিলিপাইন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নিহতরা আবু সায়েফ গ্রুপের বন্দুকধারী। এরা নৌকায় চড়ে চলতি মাসের শুরুর দিকে এই দ্বীপে আসে। গ্রুপটি বিপুল সংখ্যক পর্যটককে অপহরণের পরিকল্পনা করেছিল।
সেনা ও পুলিশ বাহিনীর দেয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ভিসায়াসে (মধ্যাঞ্চল) সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। বিবৃতিতে শনিবার বোহোলে সন্দেহভাজন চার অপহরণকারীর নিহতের কথাও বলা হয়েছে। সর্বশেষ এই অভিযানে তিন সন্দেহভাজন জঙ্গি পালিয়ে গেছে। তবে এই অভিযানে নিরাপত্তাবাহিনীর কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কথা জানায়নি কর্তৃপক্ষ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ