সিরাজগঞ্জ প্রতিনিধি.
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আকবার আলী (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নে আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকবর আলী উপজেলার নওগাঁ ইউনিয়নের হাসানপুর গ্রামের বাসিন্দা।
তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) সাচ্চু বিশ্বাস জানান, আকবার আলী নওগাঁ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। আঞ্চলিক সড়কের রোস্তম মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই আকবর আলী নিহত হন। বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করায় থানায় কেউ অভিযোগ করেনি।

