ময়মনসিংহে জমি নিয়ে সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক.



ময়মনসিংহ সদরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সাথী (৩৫) ও দেলোয়ার হোসেন (৪০) নামে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। শুক্রবার সিরতা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- শফিকুল ইসলাম (২৭), আসাদ মিয়া (২৬), দেলোয়ার হোসেন (২৮), দেলোয়ার আলী (২৪), পারভীন আক্তার (৪৫), মিজারুল হোসেন (৩৫), হেলাল উদ্দিন (৫০), মাজহারুল মিয়া (২৫), শাকিব (১৭) ও হারুণ আলী (৪৫)। তদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিরতা গ্রামে রাস্তার জমি নিয়ে হাফিজ উদ্দিন ও প্রতিবেশী হেলাল উদ্দিনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এই নিয়ে বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। তবে শুক্রবার সকালে দুইপক্ষ লাঠিসোটা ও দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ঘটনাস্থলেই সাথী নিহত হন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর দেলোয়ার মারা যান।

কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গেছে। পুলিশ অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ