Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া মসজিদে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত ৬ জন এবং আহত হয়েছেন ১০ জন। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির পুলিশ।
আফগানিস্তানের একটি সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টায় শহরের দস্ত-ই-বারচি অঞ্চলের আল-জহরা মসজিদে এ বিস্ফোরণ হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বিস্ফোরণের পরপরই গুলির শব্দও শোনা গিয়েছে।
ফলে, হতাহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করছে দেশটির পুলিশ। গভীর রাত পর্যন্ত কোন সংগঠন হামলার দায় স্বীকার করেনি।
হতাহতের প্রকৃত সংখ্যা এখনও জানাতে পারেননি আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র নাজিব দানেশ। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। কিন্তু রিপোর্ট এখনও আসেনি।