ফের তিন ফরম্যাটের শীর্ষ অলরাউন্ডার সাকিব

ক্রীড়া ডেস্ক.



আবারো আইসিসির তিন ফরম্যাটের শীর্ষ অলরাউন্ডারের স্থানটি দখল করেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। ভারতের কাছে চ্যাম্পিয়ন্স ট্রপির সেমিতে হারলেও বাংলাদেশের জন্য এটি সুখবর।

টেস্টে ৪৩১ নিয়ে সবার উপরে সাকিব। তারপরে রয়েছেন ৪২২ পয়েন্ট নিয়ে ভারতের রবিন্দ্র জাদেজা। তৃতীয় স্থানে রয়েছেন ৪১৩ পয়েন্ট নিয়ে রবিচন্দ্রন অশ্বিন। চার ও পাঁচ নম্বরে যথাক্রমে বেন স্টোকস ও মিশেল স্টার্ক।

আর ওয়ানডেতে ৩৬১ নিয়ে সবার শীর্ষে সাকিব। তার পরে রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। তার পয়েন্ট ৩১৯। এর পর যথাক্রমে রয়েছেন মোহাম্মদ নবী , ম্যাথিউজ ও ফকনার।

টি-টোয়েন্টিতে ৩৫৪ পয়েন্ট নিয়ে তাও সবার শীর্ষে সাকিব। তারপরে রয়েছেন অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল। তার পয়েন্ট ৩৪৪। এর পর যথাক্রমে মোহাম্মদ নবী , স্যামুয়েল্স ও জেপি ডুমিনি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ