Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি.
একমাস সিয়াম সাধনা দেখতে দেখতে সামনে চলে আসছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। গ্রাম-গঞ্জের সাধারন খেটে খাওয়ার মানুষগুলো তাদের নিজ নিজ আনন্দ মূহুর্তগুলো সাদামাটা করেই উপভোগ করে থাকে। তবে তারা চেষ্টা করে নিজের মতো করে সাজতে ও সাজাতে। তাই সাধ্যমতো প্রতি বছরের ঈদে নতুন পোশাক কেনাকাটা করতে ব্যস্ত হয়ে পড়ে রোজার শুরু থেকে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এখন বগুড়ার নন্দীগ্রাম পৌর শহরের মার্কেটগুলো ক্রেতারদের উপচে পড়া ভীড়। বিক্রেতারা আধুনিক সব পোশাকের পসরা সাজিয়ে বসেছে। দাম নিয়ে ভিন্নতা থাকলেও মান নিয়ে কেউ আপোষ করছেন না। বিপণিবিতান ও মার্কেটগুলোর ভেতর-বাইরে মুখর হয়ে ওঠেছে নানা বয়সী মানুষদের পদচারণায়।
সরেজমিন শহর ঘুরে দেখা গেছে, পৌর শহরের মার্কেটগুলোয় নারী-পুরুষের কেনাকাটায় ধুম পড়েছে। কেনাকাটায় ব্যস্ত নিম্নবিত্ত শ্রেণীর মানুষরাও। বাষষ্ট্যান্ড থেকে শুরু করে পুরাতন বাজার পর্যন্ত ক্রেতাদের দখলে। তবে জনতা মার্কেট, খন্দকার মার্কেট, ইউসুব আলী মার্কেট, বসুন্ধারা মার্কেট, হক মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভীড় পরিলক্ষিত হয়েছে। নানা রং এবং বাহারি ডিজাইনের সাজানো পোশাকে বিপনিবিতানগুলো ভরপুর। দোকানিরাও ব্যস্ত ক্রেতাদের সামাল দিতে।
এবার ঈদ গরমে হওয়ায় সুতি-লিলেনের কাপড়ের পসরা সাজিয়েছে দেশীয় বুটিক হাউজগুলো। রয়েছে সালোয়ার কামিজ, শাড়ির সমারোহ। গাড় রংয়ের প্রতিই প্রাধান্যই দেখা গেছে নারীদের পোশাকে। আর পুরুষদের ঈদ আয়োজনে বরাবরের মত এবারোও জিন্স পেন্ট, শার্ট, টি-শার্ট, পাঞ্জাবির প্রতিই বেশি আগ্রহ ক্রেতাদের। ঈদ যত ঘনিয়ে আসছে ক্রেতাদের ভীড়ও তত বাড়ছে। সকাল থেকে রাত পর্যন্ত মানুষের প্রাণবন্ত উপস্থিতি আশান্বিত বিক্রেতারা।