Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
স্টাফ রিপোর্টার.
বডি শেপিংয়ের জন্য ডা. ঝুমু খান’স লেজার মেডিকেল দিচ্ছে অত্যাধুনিক নন সার্জিক্যাল ট্রিটমেন্ট ‘আল্ট্রাসনিক লাইপোলাইসিস’। এই ট্রিটমেন্টে আল্ট্রাসাউন্ড ওয়েভের মাধ্যমে বডির নির্দিষ্ট এরিয়ার ফ্যাট সেলগুলো ভেঙ্গে দেয়া হয়। যার ফলে বডির কাঙ্খিত আকৃতি অর্জন করা সম্ভব হয়। ডা. ঝুমু খান’স লেজার মেডিকেল সেন্টারে ট্রিটমেন্টের পাশাপাশি স্থুলতা অনুযায়ী সুষম খাদ্য তালিকা সম্পর্কে পরামর্শ দেয়া হয়, ফলশ্রুতিতে সহজেই ওজন কমানো সম্ভব হয়। এছাড়াও অত্যাধুনিক ট্রিটমেন্ট ‘বাইকম থেরাপি’ এর মাধ্যমেও দ্রুত মেদ কমানো যায়। বিস্তারিত জানতে- উত্তরা শাখা- ০১৯৫৪৩৩৩৮৮৮, ধানমন্ডি শাখা- ০১৭২৭০০১১৯৯, গুলশান শাখা- ০১৭১১৬৬০৯৩৮। ফেসবুক- www.facebook.com/lasermedicalcenter