স্টাফ রিপোর্টার.

এই রমজানে ইফতারির খাবারে ভিন্ন মাত্রার স্বাদ দিতে বেইলী রোডের দোসা এক্সপ্রেস রেস্টুরেন্ট নিয়ে এসেছে ৫৫০ টাকায় ইফতার প্যাকেজ। প্যাকেজ অফারটি উপভোগ করা যাবে পুরো রমজান মাস জুড়ে। দোসায় ইফতারের এই অফারে থাকছে- ছোলা ভাটোরা, পিয়াজু, বেগুনি, চিকেন রোল, ডেটেস, হালিম, দইবড়া, শাহী জিলাপি, আপেল, লাচ্ছি ও মিনারেল ওয়াটার। বিস্তারিত জানতে- ০১৭৮২৭৭৫৫৫৫, ঠিকানা- গোল্ড প্যালেস (তৃতীয় তলা), ৩ নিউ বেইলী রোড, ঢাকা-১০০০। ওয়েবসাইট- – www.dosaexpressbd.com .ফেসবুক পেজ www.facebook.com/dosaexpressbd

