Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
ক্রীড়া ডেস্ক.
বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলবে, টুর্নামেন্ট শুরুর আগে এটা কে ভেবেছিল! অথচ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে পেছনে ফেলে ঠিকই সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। আইসিসি টুর্নামেন্টে যেটি বাংলাদেশের সেরা সাফল্য। দলের পারফরম্যান্স নিয়ে তাই তৃপ্ত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে স্বপ্নযাত্রার শেষটা যেভাবে হয়েছে তাতে কিছুটা হতাশ অধিনায়ক।
বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়কের মতে, চ্যাম্পিয়নস ট্রফিতে বড় সুযোগ এসেছিল। কিন্তু আমরা সেটি হাতছাড়া করেছি। চ্যাম্পিয়ন্স ট্রফির সফল মিশন শেষে আজ শনিবার সকালে দেশে ফিরে মাশরাফি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় সেমিফাইনালে ভারতের বিপক্ষে হারে তার কণ্ঠে হতাশার এই সুর শোনা যায়। আজ সকাল পৌনে ১০টার দিকে বাংলাদেশ ক্রিকেটারদের বহনকারী বিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে নেমে মাশরাফি সাংবাদিকদের বলেন, ‘সেমিফাইনালে উঠেছি, অবশ্যই ভালো লেগেছে। আমরা বড় সুযোগ পেয়েছিলাম, সেটা কাজে লাগাতে না পারাটা আমাদের জন্য হতাশার।’
তিনি বলেন, ‘সেমিফাইনালে ওঠা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। সেমিফাইনাল খেলেছি, এটাও অনেক বড় ব্যাপার । বিশেষ করে যে গ্রুপ থেকে খেলেছি। কাজটা এতটা সহজ ছিল না। এটা বাংলাদেশের ক্রিকেটে জন্য বড় প্রাপ্তি। হয়তো আরো সুযোগ ছিল। কিন্তু সেটা আমরা নিতে পারিনি।’
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর তরুণদের জন্য শেখার প্লাটফর্ম ছিল বলে মন্তব্য করে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘এবারের এই অভিজ্ঞতা ২০১৯ সালে ইংল্যান্ড বিশ্বকাপে ভালো কাজে দেবে। এবার যা শিখলাম তার প্রতিফলন পাবে বাংলাদেশ।’
আশার বাণী শুনিয়ে মাশরাফি বলেন, ‘পরবর্তীতে আরো অনেক বড় সুযোগ আসবে, যেটা আমরা ভবিষ্যতে কাজে লাগাতে পারব।’
সেমিফাইনালে ভারতের বিপক্ষে হার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা নিজেদের কাজটা করতে পারলে হয়তো সাফল্যটা পেতেও পারতাম। কিন্তু দিনটি আমাদের ছিল না।’
সৌম্য সরকার, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমানের মতো তরুণ খেলোয়াড় টুর্নামেন্টে তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেননি। তবে ইংল্যান্ডেই অনুষ্ঠেয় ২০১৯ বিশ্বকাপে তারা ভালো করবে বলে বিশ্বাস অধিনায়কের।
মাশরাফির অবশ্য কোনো আক্ষেপ নেই। বরং তিনি তাকাতে চান সামনে, ‘আক্ষেপ নেই। এখানে আমাদের ক্রিকেট থেমে থাকবে না। সামনে অনেক বড় বড় টুর্নামেন্ট আছে, সেগুলোতে এই অভিজ্ঞতা কাজে লাগানো এখন গুরুত্বপূর্ণ। ২০১৯ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে হবে। তরুণ খেলোয়াড়দের এখন থেকেই গাইড করতে হবে, যেন পরবর্তী বড় টুর্নামেন্টে ওরা ভালো করতে পারে। দুই বছর পর ওরা আরো অভিজ্ঞ হবে। আমি নিশ্চিত ওরা ২০১৯ বিশ্বকাপে আরো ভালো কিছু করবে।’
উল্লেখ্য, চ্যাম্পিয়নস ট্রফির শুরুতে হিসাবটা একটু জটিল হলেও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো দলকে টপকে শেষ চারে জায়গা করে নেয় বাংলাদেশ। আইসিসির বড় কোনো আসরে এই প্রথম বাংলাদেশ সেমিফাইনালে ওঠে। কিন্তু সেমিফাইনালে ভারতের কাছে ৯ উইকেটে হেরে গেলে বাংলাদেশের ফাইনালে খেলার স্বপ্নভঙ্গ হয়।