বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সড়ক পরিহন আইন ২০১৭ সংশোধনের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ এপ্রিল রবিবার সকাল সাড়ে ১০ টায় বগুড়া জেলাধীন শেরপুর ধুনট পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত মানব বন্ধনে বগুড়া জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফুর রহমান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য ও জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের আজীবন উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মান্নান। তিনি বলেন অতি দ্রুত ২০১৭ং আইন সংশোধ না করলে সাড়া দেশের শ্রমিকরা তাদের লাইসেন্স শ্রমিক ইউনিনের মাধ্য বিআরটিএ তে জমা দিয়ে কর্মবিরতী পালন করতে বাধ্য হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবস পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সেক্রেটারী রফিকুল ইসলাম, জয়েন সেক্রেটারী নিজাম উদ্দিন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বাস ও মাইক্রোবস পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি আব্দুল সাত্তার সাদেক, সহসভাপতি আব্দুল মতিন শেখ, মিঠু খান, এম এ মান্নান, মকবুল হোসেন, সহ সাধারণ সম্পাদক কবির হোসেন, শাহিন সেখ, আবু রায়হান, শাহিন সরকার, অর্থ সম্পাদক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক জুয়েল খান, দপ্তর সম্পাদক হাফিজার রহমান, সমাজকল্যাণ সম্পাদক চান মিয়া, সড়ক সম্পাদক রেজাউল করিম একরাম, সোহের রানা, প্রচার সম্পাদক বাবলু সরাকার, ক্রীড়া সম্পাদক স্বাধীন সরকার, ধর্মীয় সম্পাদক হাবিবুর রহমান, যোগাযোগ সম্পাদক দুলাল সরকার, সহঃ সংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী, সহঃ দপ্তর সম্পাদক জয়েন আলী, সহঃ সমাজ কল্যাণ সম্পাদক জাহিদুল ইসলাম, সহঃ ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম কাইয়ুম, সহ প্রচার সম্পাদক নুরে আলম শাকিল, সহঃ যোগাযোগ সম্পাদক আব্দুল জলিল ও ট্রাক ট্যাংলরী কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নের্তৃবৃন্দ ও শ্রমিক সদস্য। সমাপনি বক্তব্যে সভাপতি আরিফুর রহমান মিলন বলেন ৯ হাজার শ্রমিক ক্রয়কৃত গাড়ী করতোয়া গেটলক সার্ভিসের অন্তর্ভুক্তির মাধ্যমে শেরপুরে পরিবহন সেক্টরে শান্তি শৃঙ্গলা বজায় রাখতে দ্রুত ব্যবস্থা গ্রহন করুন তা না হলে শ্রমিকরা তাদের দাবি আদায়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।
আমিনুল ইসলাম শ্রাবণ. বগুড়ার ধুনটে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে…
বগুড়ার শাজাহানপুরে পাটক্ষেতে প্রতিবন্ধী এক তরুণীকে(২০) ধর্ষণের অভিযোগে মকবুল হোসেন(৫৫) এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মকবুল হোসেন উপজেলার মাদলা…
অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ