Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
রাজশাহী প্রতিনিধি.
রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে ৩১ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রবিবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ইফতেখায়ের আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, নগরীর বোয়ালিয়া মডেল থানা ১১ জন, রাজপাড়া থানা ৮ জন, মতিহার থানা ৮ জন, শাহমখদুম থানা ২ জন ও মহানগর ডিবি পুলিশ ২ জনকে আটক করেছে। এদের মধ্যে ১৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৫ জন মাদকদ্রব্যে এবং অন্যান্য অপরাধে আরও ১১ জনকে আটক করা হয়েছে।
সিনিয়র সহকারি কমিশনার ইফতেখায়ের আলম আরও জানান, অভিযানে বেশ কিছু ইয়াবা ও গাঁজা জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।