পাহাড় ধসে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজার প্রতিনিধি.



মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনে পাহাড় ধসে বন্ধ হয়ে গেছে রেল লাইন। ফলে আজ সোমবার সকাল সোয়া ৮টা থেকে সারাদেশের দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার ফয়জুর রহমান বলেন, রেল কর্মীরা লাইন থেকে মাটি সারানোর কাজ শুরু করেছেন। ঘণ্টাখানেকের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে তিনি আশা করছেন।

এ ঘটনায় সিলেট থেকে ঢাকামুখী ‘কালনী এক্সপ্রেস’ কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে বলে জানান স্টেশন মাস্টার।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ