মাগুরায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.


    clouds and thunder lightnings and storm; Shutterstock ID 123174094; PO: website; Job: hillary Leo; Client: web

    মাগুরায় বজ্রপাতে আসাদ শেখ (৫০) ও লন্দি জোয়ারদার (৪০) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

    আসাদ শেখ সদরের মঘি গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে এবং লন্দি জোয়ারদার নালিয়ারডাঙ্গি গ্রামের রিপু জোয়ারদারের ছেলে।

    মাগুরা সদর থানার ওসি ইলিয়াছ হোসেন জানান, সকালে বৃষ্টির মধ্যে তারা মাঠে কাজ করছিলেন। এসময় বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন। স্থানীয়
    লোকজন তাৎক্ষণিক তাদের মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। নিহতের ঘটনায় দুইটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ