Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
বগুড়া প্রতিনিধি.
বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের ঘটনা ঘটেছে। এ সময় আরও চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ফটকি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাজাহানপুর থানার উপপরিদর্শক আছের আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রাম থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক বগুড়া আসছিল। ট্রাকটি ফটকি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি চাল বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত এবং চারজন আহত হন।
আছের আলী আরও জানান, আহতদের উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মধ্যে সিমেন্টবোঝাই ট্রাকের চালক ও চালকের সহকারী রয়েছেন। তবে হতাহত কারোরই পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।