ধুনটে দুস্থ অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

ইমরান হোসেন ইমন.



    বগুড়ার ধুনটে অসহায় দুস্থ মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ব্যক্তিগত তহবিল থেকে ধুনট মডেল প্রেসক্লাব ও যায়যায়দিন (জেজেডি) ফ্রেন্ডস ফোরাম ঈদ সামগ্রী বিতরণ করেছে।

    রবিবার বিকালে ধুনট মডেল প্রেসক্লাবে প্রধান অতিথি হিসেবে ঈদ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি ও জেজেডি ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা সাংবাদিক ইমরান হোসেন ইমনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, জেজেডি ফ্রেন্ডস ফোরামের ধুনট শাখার আহবায়ক ফজলুল হক মল্লিক, ধুনট মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইমরুল কায়েস ঝিনুক, সহ-সভাপতি এমএ রাশেদ, যুগ্ন সম্পাদক রাজু আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বি শুভ, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সদস্য সচিব শাওন ইসলাম সুমন, কার্যনির্বাহী সদস্য এসএম নয়ন রেজা, শাহ আলম তরফদার, আলাউদ্দিন শেখ প্রমূখ।

    বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি হাবিবর রহমান বলেন, বর্তমান সরকার অবহেলিত দুস্থ মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। মানুষের সুখে-দুখে সবসময় সরকার পাশে থাকবে। অবেহেলিত এসব অসহায় দুস্থ মানুষের কল্যানে সরকারের পাশাপাশি ধুনট মডেল প্রেসক্লাব ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের মতো সুশিল সমাজকেও এগিয়ে আসতে হবে।

    সভাপতির বক্তব্যে ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি ও জেজেডি ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা সাংবাদিক ইমরান হোসেন ইমন বলেন, সমাজের অবহেলিত মানুষগুলো প্রতিবারই ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়। ঈদের খাবারও কোন কোন মানুষের ভাগ্যে জোটে না। তাই অসহায় মানুষগুলোর কথা চিন্তা করে ব্যক্তিগত তহবিল থেকে ঈদ সামগ্রী বিতরনের উদ্দ্যোগ নেয়া হয়। আর এভাবেই ধুনট মডেল প্রেসক্লাব ও জেজেডি ফ্রেন্ডস ফোরাম মানুষের কল্যানে কাজ করে যাবে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ