Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে স্কুলছাত্রসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ফরিদপুরে ৫ জন, মানিকগঞ্জে একজন, কুষ্টিয়ায় একজন ও মাগুরায় দুইজন নিহত হয়েছেন। সোমবার সকালে এ সব ঘটনা ঘটে। এসব ঘটনায় তিনজন আহত হয়েছেন।
ফরিদপুর : সকালে জেলার সালথা উপজেলায় বজ্রপাতে মা ও ছেলেসহ ৩জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- হেলেনা বেগম তার ছেলে হেলাল। নিহত আরেক জনের নাম মো. হেলাল।
এদিকে, সকালে ওমর আলী নামে একব্যক্তি সদর উপজেলার কবিরপুর গ্রামে বৃষ্টির মধ্যে মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ওমর আলীর বাড়ি নাটোর জেলায়।
অন্যদিকে, সকালে জেলার চরভদ্রাসন উপজেলার ছমির ব্যাপারী ডাঙ্গী এলাকায় তিন দিনমজুর মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে কাবুল নামে এক দিনমজুর ঘটনাস্থলেই মারা যান। কাবুলের বাড়ি কুষ্টিয়া জেলায়। এ ঘটনায় অপর দুই দিনমজুর আহত হন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বের হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
মানিকগঞ্জ : শিবালয় উপজেলার বরুলিয়া গ্রামে বজ্রপাতে রুহুল শেখ (৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে স্থানীয় নালী বরুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিলো।
কুষ্টিয়া : দৌলতপুর উপজেলায় বজ্রপাতে বাদশা (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঠাকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বাদশা ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এ সময় তার ভাই রাজা আহত হয়।
মাগুরা : সোমবার দুপুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- সদরের মঘি গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে আসাদ শেখ (৫০) ও নালিয়ারডাঙ্গি গ্রামের রিপু জোয়ারদারের ছেলে পলন্দি জোয়ারদার (৪০)।
মাগুরা সদর থানার ওসি ইলিয়াছ হোসেন জানান, সোমবার সকাল ১১টার দিকে ঝড়বৃষ্টির মধ্যে মাঠে কাজ করার সময় বজ্রপাতে আসাদ ও পলন্দি আহত হন। তাদের মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।