প্রয়োজনে ঈদের দিনও রাস্তায় থাকবো : কাদের


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.



    ঈদে ঘরমুখো মানুষের যাত্রাকে স্বস্তিদায়ক করতে প্রয়োজনে ঈদের দিনও রাস্তায় থাকবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের তারগাছ এলাকায় সংস্কার কাজ পরিদর্শনে এসে মঙ্গলবার সকালে তিনি এ কথা জানান।

    মন্ত্রী বলেন, ঘরমুখী মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি প্রতিদিনই রাস্তা আছি, রাস্তায় থাকব। প্রয়োজনে ঈদের দিনও থাকব।

    তিনি বলেন, জনস্বার্থে যা যা করা দরকার সবই করা হবে। গার্মেন্ট পণ্যবাহিগাড়ি, ওষুধ, পচনশীল খাদ্যদ্রব্য ছাড়া কোন ভারী গাড়ি ঈদের তিন দিন রাস্তায় চলতে পারবে না। আমরা আশা করছি জনস্বার্থে-জাতীয়স্বার্থে এটা সবাই মেনে নেবেন।

    এসময় তিনি ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় না নামানোর জন্য বাস মালিকদের প্রতি অনুরোধ জানান।

    ঈদ উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলমান ফোর লেনের কাজ এখন বন্ধ থাকবে বলেও জানান তিনি।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ