ক্যামেরায় ধরা পড়ল দেব-রুক্মিণীর ঘনিষ্ঠতার প্রমাণ


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বিনোদন ডেস্ক.


    গুঞ্জন ছিল অনেক দিন ধরেই। টলিগঞ্জে নাকি ডুবে ডুবে জল খাচ্ছেন দেব আর রুক্মিণী। তবে স্বভাবসিদ্ধভাবেই দু’জনে বলে চলেছিলেন যে, তারা শুধুই ‘বন্ধু’। সম্প্রতি, একসঙ্গে ছবি করায় আরও প্রকট হয়েছে দেব-রুক্মিণীর চোরা প্রেমকাহিনী। তবে এই বাজারেও বেশ সুকৌশলে প্রশ্ন এড়াচ্ছেন টলিউডের জনপ্রিয় নায়ক দেব আর নবাগতা রুক্মিণী। তবে শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়? ক্যামেরায় ধরা পড়ে গেল দু’জনের ঘনিষ্ঠতার প্রমাণ।

    ইন্টারভিউ চলাকালীন চোখে পড়ে যায় রুক্মিণীর হাতের ট্যাটু। না যেমন-তেমন ট্যাটু নয়! একেবারে খোদাই করে প্রেমিকের নাম হাতে লিখেছেন রুক্মিণী। হ্যাঁ, তার ট্যাটুতে লেখা DEV.

    স্বভাবে মিষ্টি আর সুন্দরী এই নায়িকা অল্প দিনেই যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন। আগে থেকেই মডেলিং জগতে জনপ্রিয় মুখ রুক্মিণী। এবার রাজের পরিচালনায়, দেবের প্রযোজনায় তৈরি হচ্ছে চ্যাম্প। আর তাতেই রয়েছে দেবের বিশেষ বান্ধবী রুক্মিণী। দেব আগেই জানিয়েছিলেন রুক্মিণী তার বান্ধবীর থেকেও অনেকটা বেশি। সম্প্রতি, এটাও দেব জানিয়েছিলেন রুক্মিণী তার ‘piller of strenth’।

    সোমবার চ্যাম্প-এর প্রোমোশনে দেখা গেল রুক্মিণীর হাতে একটি ট্যাটু। যা একেবারেই স্পষ্ট করে দিল যে রুক্মিণী সত্যিই দেবের বিশেষ বান্ধবীর থেকেও অনেকটাই বেশি। ট্যাটুতে লেখা আছে দেবের নাম। রুক্মিণীর বা হাতে করা এই ট্যাটু অনেক নিন্দুকের মুখেই ছাই দিয়ে দিল। যারা এতদিন ভাবছিলেন সত্যি দেব প্রেম করছে কিনা, তাদের জন্য এই ট্যাটুই যথেষ্ট।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ