সিরিয়ায় বিমান হামলা বন্ধ করলো অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক.



আমেরিকা কতৃক সিরীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার পর সিরিয়ায় সন্ত্রাসবিরোধী বিমান হামলা বন্ধ রেখেছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে।

ক্যানবারা টাইমস জানিয়েছে, সিরিয়ায় বিমান হামলা বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনী। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সাময়িক ভাবে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়।

আইএস’র বিরুদ্ধে অভিযানে নিয়োজিত সিরিয়ার একটি এসইউ-২২ যুদ্ধবিমানকে রবিবার গুলি করে ভূপাতিত করে আমেরিকা। রাকা প্রদেশের তাকাবার কাছে বিমানটি ভূপাতিত করা হয়। ভূপাতিত জঙ্গিবিমানটির পাইলট অক্ষত অবস্থায় প্রাণে রক্ষা পেয়েছেন।

এদিকে, হামলার ঘটনার পরই সিরিয়ার আকাশসীমায় আমেরিকার সঙ্গে সব ধরনের সহযোগিতা ও সমন্বয় বাতিল ঘোষণা করে রাশিয়া। সূত্র : স্পুতনিক

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ