নিউজ ডেস্ক.

সব রাজনৈতিক দল অংশগ্রহণ করলে আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মো. নুরুল হুদা। আজ মঙ্গলবার জাতিসংঘ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, নির্বাচন কমিশন যথেষ্ট শক্তিশালী। এই কমিশনের জন্য যেসব আইন আছে, তা দিয়ে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। তবে অংশগ্রহণমূলক না হলে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়।
সংসদীয় আসনের সীমানা নির্ধারণ প্রসঙ্গে সিইসি বলেন, ‘আমাদের এখানে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ হয় জনসংখ্যার ঘনত্বের ভিত্তিতে। কিন্তু এ প্রক্রিয়ায় যদি ভবিষ্যতে সীমানা নির্ধারণ করতে হয়, তাহলে ঢাকাসহ বড় শহরগুলোর আসন বেড়ে যাবে, গ্রামাঞ্চলে কমে যাবে। এতে বৈষম্য তৈরি হতে পারে।’

